কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত দেড় দশক ধরে দেশে ইসলামিক পড়াশোনার ওপর নজরদারি রাখা হয়েছিল। মাদ্রাসাগুলোকে দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছে। আলেম-ওলামাদের সব সময় বঞ্চিত করে রাখা হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে গেছেন। আমরা এ থেকে মুক্ত হয়েছি। আলেম ওলামারা বাকস্বাধীনতা পেয়েছেন।

বুধবার (২৬ মার্চ) বিকেলে কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এরপরও আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি।

তিনি বলেন, সাম্প্রদায়িক উসকানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সিলেটে আমাদের এক ভাইকে, সাম্প্রদায়িক উসকানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। ভবিষ্যতের জন্য আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদের ব্যবহার করা হতে পারে। আমরা অতীতে যেভাবে পরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় অব্যাহত রাখব।

দেবীদ্বারের উপস্থিত মানুষকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, আমাদের দেবীদ্বারে বিভিন্ন ধর্মের মানুষ আছেন। আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দল-মত নির্বিশেষে, বিভিন্ন ধর্মমত নির্বিশেষে, আমরা সম্প্রীতির মধ্য দিয়ে দেবীদ্বারে বসবাস করে আসছি। আমি প্রত্যাশা করব আমরা এই সম্প্রীতি যেন ধরে রাখতে পারি। সারা বাংলাদেশে যে প্রধানতম দলটি গড়ে উঠবে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি।

তিনি বলেন, কুমিল্লার যতগুলো আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আসনটি হচ্ছে দেবীদ্বার। আমরা প্রত্যাশা করব, সে আসনটি খুব শীঘ্রই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে ও সেটির জন্য আপনাদের সহায়তা চাই। এখানে শিক্ষক রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, সিএনজিচালকরা রয়েছেন, কামার-কুমার, তাঁতি, রাজমিস্ত্রিরা রয়েছেন, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, আমরা আপনাদের সঙ্গে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূমের মুহতামিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারি নাজমুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরের ১১ গ্রামের সহস্রাধিক মানুষের ঈদ উদযাপন

টিসিবির পণ্য কারচুপির অভিযোগে ইউপি সচিব আটক

অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি : পরিবহন উপদেষ্টা

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত

এনসিপি গঠনের কারণ জানালেন সদস্যসচিব আখতার

বস্তাভর্তি খাবার নিয়ে অসহায় মানুষের পাশে 'আমরা বিএনপি পরিবার'

ঈদুল ফিতর উপলক্ষে তারেক রহমানের বাণী

খালেদা জিয়া কবে ফিরছেন, জানালেন মির্জা ফখরুল

প্রচারণায় এগিয়ে তমা

উৎসবমুখর পরিবেশে আমিরাতে ঈদ উদযাপন

১০

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৪

১১

ঈদ উপলক্ষে ইউটিউবেও নাটকের মেলা

১২

শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ উদযাপন

১৩

ফিলিস্তিনের আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

১৪

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উদযাপন

১৫

ছোট পর্দায় ঈদের সিনেমা

১৬

ঈদে ফাঁকা ঢাকা, সড়কে নেই গাড়ির চাপ

১৭

২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার গাড়ি পারাপার

১৮

টেলিভিশনে ঈদের ধারাবাহিক

১৯

ঈদে বিটিভিতে জমকালো নৃত্যানুষ্ঠান

২০
X