স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১নং সদস্যও।
বুধবার (২৬ মার্চ) বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
আবু নাসের বলেন, আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতার ১৫ বছর ছিল দেশের লুটপাট ও দুর্নীতির এক মহাযজ্ঞ। স্বৈরাচারী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়কে মিথ্যা মামলা দিয়ে কারাগারে যেতে বাধ্য করে এই স্বৈরাচারী হাসিনা। প্রতিহিংসার রাজনীতিতে জর্জরিত হয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ বেগম জিয়া দেশের মানুষের কথা বিবেচনায় দেশেই থেকে দেশপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অন্যায়ের সঙ্গে কোনো আপস করেননি বলে আপসহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে আস্থা অর্জন করে রয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে নানাভাবে হয়রানি নির্যাতন করেছে শেখ হাসিনা। বেগম জিয়া বয়সে বড় হলেও হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে জুলুমের দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেয়নি। ক্রমাগত বেগম জিয়ার সঙ্গে জুলুম করে যাচ্ছিল।
বিএনপিরে কেন্দ্রীয় এ নেতা বলেন, দেশের স্বার্থ নয়, হাসিনা নিজ ও দলের কর্মীদের স্বার্থে সব জায়গায় লুটপাট করে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেন। কিন্তু বেগম জিয়া ক্ষমতায় থাকাকালীন জনগণের আস্থায় পরিণত হন। গণতন্ত্র রক্ষায় তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। মানুষের ভোটাধিকার রক্ষা করে মানবতার মা হিসেবে খ্যাতি লাভ করেন। অথচ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। জাতিও রুখে দাঁড়িয়ে এই স্বৈরশাসককে বিদায় করেছে।
আবু নাসের বলেন, সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খুনি হাসিনা দেশ ও বিদেশে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলার মাটিতে আর স্বৈরশাসকের ঠাঁই হবে না জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন রহমাতুল্লাহ।
জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাইয়ান ইশতীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা কাজল, হালিম মৃধা, জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, মিলন চৌধুরী, আনোয়ার হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাজ্জাদ, এইচ এম আলামিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ওয়াসিম খান ইমন প্রমুখ।
মন্তব্য করুন