ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইজিবাইকের চাপায় গৃহবধূসহ ৪ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের বোয়ালমারী-মহম্মদপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৩৮) ও একই গ্রামের নুরুউদ্দীনের ৪ মাস বয়সী ছেলে আয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের বোয়ালমারী-মহম্মদপুর সড়কে পাশে সাহেব আলীর বাড়ির সামনে বসে থাকা পারভিন বেগম ও জিলু বেগমকে (৫০) বোয়ালমারীগামী ইজিবাইক চাপা দিয়ে ইজিবাইকটি সাবেহ আলীর বাড়ির পাশে বাঁশ বাগানে উল্টে যায়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রী, দুই মেয়ে মারাত্মক আহত হন। তাদেরকে প্রথমে বোয়ালমারী পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং চাপা পড়া আরও এক মহিলা জিলু বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত পারভীন বেগমকে ফরিদপুর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। ৪ মাস বয়সী আয়ান ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।
ময়না ইউনিয়নের নারী ইউপি সদস্য শাহিদ বেগম জানান, রাস্তার পাশে আমিনুর তার বাঁশ বাগান থেকে বাঁশ কাটছিল। এসময় রাস্তার পাশে তার স্ত্রী পারভীন ও আবজালের স্ত্রী জিলু বেগম তার নাতি আয়ানকে নিয়ে বসেছিল। মহম্মদপুর থেকে বোয়ালমারীগামী একটি ইজিবাইক তাদের চাপা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় পারভীন ও জিলুর নাতি আয়ান মারা যায়। জিলু ও ইজিবাইকে থাকা ৪ জন গুরুতর আহত হন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ইজিবাইক চাপায় দুইজন নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন