মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা

১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সমর্থিত নেতাকর্মীরা। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাদের দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়। পুস্পস্তবক অর্পণ শেষে মিছিলসহ বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোনো পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন এমন পদক্ষেপ নিয়েছে তা বোধগম্য নয়।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু বুধবার দুপুর ১২টায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেছে। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উল্লেখিত এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে ৫ জন বা তার চেয়ে বেশি লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

১৪৪ ধারার আদেশে আরও বলা হয়, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

আদেশে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করবে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলার বিভিন্ন ইউনিট নবগঠিত এবং পদবঞ্চিত সংক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানান।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা করেন মিরসরাই উপজেলা বিএনপির দুটি পক্ষ। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বুধবার সকাল ১০টায় ও পদবঞ্চিত নেতারা সকাল ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষণার পরপর পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও হামলা-ভাঙচুর চালান। এদিকে ২৪ মার্চ কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / ক্লাস-পরীক্ষায় না থেকেও বেতন নিচ্ছেন একডজন শিক্ষক-কর্মকর্তা 

৫ টাকায় ব্যাগভর্তি ঈদ বাজার

চীন সফর শেষে দেশের উদ্দেশে ড. ইউনূস

ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশে কবে?

৩৩৪টি পরমাণু বোমার শক্তিতে আঘাত করেছে মিয়ানমার ভূমিকম্প!

ইফতারের দাওয়াত দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ঈদে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিশোর পলাশ ও ক্ষ্যাপার ‘যামুগারে পাগলা’

আব্দুল জব্বারকে নিয়ে যা বললেন আসিফ আকবর   

প্রশিক্ষণ দিলেন মিলা 

১০

এবার রোজায় দ্রব্যমূল্যে সন্তুষ্ট ৯৫ শতাংশ মানুষ

১১

ছাত্রদল নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেত্রীর ধর্ষণচেষ্টার মামলা

১২

ঈদযাত্রায় যেসব বিষয় মাথায় রাখা উচিত 

১৩

সরকার পতনে জবির ৫ শিক্ষক-কর্মকর্তার বেতন বন্ধ

১৪

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা

১৫

অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যালট পেপার

১৬

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয় 

১৭

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

১৮

ঈদ করতে গ্রামে গিয়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর

১৯

চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে 

২০
X