ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বহুল প্রত্যাশিত নরসিংদী কমিউটার ট্রেন চালু

নরসিংদী কমিউটার ট্রেন। ছবি : সংগৃহীত
নরসিংদী কমিউটার ট্রেন। ছবি : সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে চালু হলো নরসিংদী কমিউটার ট্রেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৬ যাত্রী নিয়ে ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি পথিমধ্যে ৯টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভৈরব ও নরসিংদী স্টেশনে যাত্রীর অধিক চাপ থাকার কারণে ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবি করে আসছিল ভৈরব ও নরসিংদীর জনগণ। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে বাস্তবায়িত হয়নি দাবিগুলো। এ ট্রেনটি চালু হওয়ায় ভৈরব থেকে ঢাকাগামী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মাত্র ৪৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা। এ ছাড়া নারীদের জন্য আলাদা একটি কোচ দেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রীরা। নরসিংদী কমিউটার ট্রেন প্রতিদিন চারবার যাতায়াত করবে বলে জানা গেছে।

ভৈরব থেকে কমিউটার ট্রেনের প্রথম যাত্রী দেলোয়ার হোসেন সোহেল বলেন, আমার বাড়ি নরসিংদী। আমি সেহেরি খেয়ে বাসে করে ভৈরব চলে এসেছি শুধু এ ট্রেনে যাব বলে। এ ট্রেনের ভাড়া কম। আমার সৌভাগ্য ট্রেনটির প্রথম যাত্রী হিসেবে টিকিট আমিই পেয়েছি।

আরেক যাত্রী রুহুল আমিন বলেন, নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি কমিউটার ট্রেনের জন্য। আজ সে স্বপ্ন পূরণ হলো। তবে ট্রেনটিতে নির্ধারিত আসন না থাকায় যাত্রীরা হতাশ। দেখা গেছে ভৈরব থেকে ট্রেনটি ছেড়ে যাবার পর নরসিংদীর আগে আরও কয়েকটি স্টেশন রয়েছে। ট্রেনে নির্ধারিত আসন ব্যবস্থা থাকলে যাত্রীরা বসতে পারত। এখন সে ব্যবস্থা নেই।

সহিদুর রহমান বলেন, বর্তমানে আমাদের দেশের কোনো ট্রেনেই মহিলা যাত্রীদের জন্য আলাদা কোচ বা বগি নেই। তবে এ ট্রেনে মহিলাদের জন্য আলাদা একটি কোচ দেওয়া হয়েছে। যাতে করে আমার দেশের যে সব কর্মজীবী নারী আছেন তারা তাদের কর্মস্থল অথবা বিশেষ প্রয়োজনে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, ভৈরব-নরসিংদী কমিউটার ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী সেবার মান বাড়াতে আজ থেকে চালু করেছে। এ ট্রেনটি আজ আমি নিয়ে যেতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। এ ট্রেনটি চালুর ফলে যাত্রীদের চাপ অনেকটা কমে আসবে।

বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক মো. শাহজাহান পাটোয়ারী বলেন, নরসিংদী ও ভৈরববাসীর দীর্ঘদিনের দাবির পরও কোচ ও জনবল সংকটের কারণে ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কমিউটার ট্রেনটি চালু হচ্ছে। এতে করে যাত্রীদের স্বল্প খরচে রেল ভ্রমণও রেলওয়ের রাজস্ব বাড়বে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউছুফ বলেন, এ ট্রেনটি নিয়মিত চারবার আসা-যাওয়া করার কথা থাকলেও আজ ভৈরব থেকে ঢাকা পর্যন্ত দুবার আসা-যাওয়া করবে। কিছুদিনের মধ্যেই ট্রেনটি নিয়মিত চারবার আসা যাওয়া করবে বলে রেল কর্তৃপক্ষের চিন্তাভাবনা রয়েছে। ট্রেনটি ভৈরব থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। আজ সকালে গেছে, আবার রাতের বেলা চলে আসার পরদিন সকালে আবারও নিয়মিত সময়ে ছেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিশোর পলাশ ও ক্ষ্যাপার ‘যামুগারে পাগলা’

আব্দুল জব্বারকে নিয়ে যা বললেন আসিফ আকবর   

প্রশিক্ষণ দিলেন মিলা 

এবার রোজায় দ্রব্যমূল্যে সন্তুষ্ট ৯৫ শতাংশ মানুষ

ছাত্রদল নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেত্রীর ধর্ষণচেষ্টার মামলা

ঈদযাত্রায় যেসব বিষয় মাথায় রাখা উচিত 

সরকার পতনে জবির ৫ শিক্ষক-কর্মকর্তার বেতন বন্ধ

পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় টোল আদায় ২ কোটি টাকা

অস্ত্র খুঁজতে গিয়ে মিলল শতাধিক বস্তা ব্যালট পেপার

১০

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয় 

১১

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ২

১২

ঈদ করতে গ্রামে গিয়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর

১৩

চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে 

১৪

চুরির অপবাদে শিশু নির্যাতন, গ্রেপ্তার ২

১৫

কুমিল্লায় অস্ত্র ও ইয়াবাসহ ২ ভাই গ্রেপ্তার

১৬

চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

চোট কাটিয়ে মায়ামির হয়ে মেসির মাঠে ফেরার ইঙ্গিত

১৮

মুক্তি পেয়েছে জয়ার ‘জিম্মি’

১৯

স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘরে তালা দিয়ে পালালেন স্বামী

২০
X