বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যে ভোটের অধিকার এবং নির্বাচন চায়।
মঙ্গলবার (২৫ মার্চ) মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বীরমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আনিসুর রহমান খোকন বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে বিএনপি নেতাকর্মীদের আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বিএনপির বদনাম করা যাবে না।
তিনি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্রকে সুসংহত করতে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের বিকল্প নেই। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন হবে এমন ভাবনায় জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ইফতার ও দোয়া মাহফিলে ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন