জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমরা অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করব। এর জন্য যদি আঘাত কিংবা মৃত্যু হয় তাহলে হবো। আমি বারবার বলছি, আমরা মারামারিতে বিশ্বাসী নেই, আমরা শান্তিতে বিশ্বাসী।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে নিজ জন্মভূমি হাতিয়ার জাহাজামারা ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করার সময় এ কথা বলেন তিনির।
নোয়াখালী হাতিয়ায় পথসভায় সন্ত্রাসী হামলায় আহত হওয়ার হামলাকারী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল হান্নান মাসুদ বলেন, আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়। আপনারা বলেন, আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছি। কিন্তু আপনাদের অঙ্গে অঙ্গে আওয়ামী লীগের চরিত্র দেখা যাচ্ছে। আপনাদের প্রত্যেকটি বৈশিষ্ট্য আওয়ামী লীগের বৈশিষ্ট্য বলে। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার লোক আমরা নই, জন্ম যেখানে মৃত্যু ও সেখানে হবে ইনশাআল্লাহ। এ মাটির প্রতি আমার দায় ও দরদ আছে। এ মাটির মানুষের প্রতি ভালোবাসাও আছে। আমরা সন্ত্রাসকে কোনো জায়গা দেব না। প্রয়োজনে আমরা বার বার আঘাত পাবো তবুও হাতে লাঠি নেবো না। আগামীর রাজনীতিতে হাতিয়ার মানুষ লাঠিয়ালদের জায়গা দেবে না।
জাতীয় নাগরিক পার্টির বলেন, আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, সুষ্ঠু রাজনীতির কথা বলি। আমরা বলি পরিবর্তন দরকার। আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়। হাতিয়ার রাজনীতিতে কোন সংঘাত চায় না।
উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে আব্দুল হান্নান মাসুদের পথ সভায় হামলা করা হয়। এতে আব্দুল হান্নান মাসুদসহ অনেকে আহত হন। এ ঘটনায় হান্নান মাসুদের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করা হয়। মঙ্গলবার বিকেলে আব্দুল হান্নান মাসুদ মাথায় ব্যান্ডেজসহ নেতাকর্মীদের নিয়ে জাহাজমারা বাজারে গিয়ে মিছিল করেন। তবে বিএনপির কোনো নেতাকর্মীকে এ সময়ে বাজারে দেখা যায়নি।
মন্তব্য করুন