চট্টগ্রাম নগরীতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ র্মাচ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইফতারের সময় নগরীর চকবাজার থানার চট্টশ্বেরী মোড় এলাকায় মিছিলটি বের হয়ে কালিমন্দির ঘেষে এম এম আলী সড়কের দিকে চলে যায়।
সামাজকি যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের ঠিক আগে কয়কেটি মোটরসাইকেল। পেছনে আনুমানিক ২৫ থেকে ৩০ জন স্লোগান দিচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা এসব স্লোগান দিচ্ছিলেন।
প্রত্যক্ষর্দশীরা জানান, ওই সময় সড়কে তেমন মানুষ ও যানবাহন ছিল না। ইফতারের সময় মিছিলটি বের হয়। তারা সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। মিছিলে আনুমানিক ৩০ জনের মতো ছিল।
এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. জাহদেুল কবিরের সাথে একাধকিবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন