আরিচা-কাজীরহাট নৌরুটে স্পিডবোট চালকদের ওপর হামলার প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন চালকরা। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টা থেকে তারা এ ধর্মঘট পালন করছেন, যা দেশের পশ্চিমাঞ্চলের ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির কারণ হয়েছে। যাত্রীরা বাধ্য হয়ে ফেরি ও লঞ্চে পারাপার হচ্ছেন।
আহত দুই স্পিডবোট চালক ফয়সাল ও রাসেল শেখ জানান, নদীর মাঝপথে কোস্ট গার্ডের সদস্যরা দু-একজন অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ তুলে তাদের মারধর করেছেন। রোজা অবস্থায় থাকার কথা বললেও তারা ছাড় দেয়নি বলে অভিযোগ করেন চালকরা। তারা জানান, ঘটনার সুষ্ঠু সমাধান না হলে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
স্পিডবোট মালিকরা জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি স্পিডবোটে ১২ জন যাত্রী নেওয়ার নিয়ম থাকলেও নদী শান্ত থাকলে দুই-তিনজন বেশি নেওয়া হয়। এতে নিরাপত্তার তেমন সমস্যা হয় না, বরং তেল খরচ সামলাতে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে চালকদের ওপর হামলার সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।
এ বিষয়ে পাটুরিয়া নৌপুলিশের ইনচার্জ নজরুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি।
বিআইডব্লিউটিএর উপপরিচালক ও আরিচা নদীবন্দর কর্মকর্তা মো. সেলিম শেখ জানান, স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এদিকে, আরিচা কোস্টগার্ড অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ভেতরে প্রবেশের অনুমতিও দেননি।
মন্তব্য করুন