ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কুপিয়ে যুবকের পা বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে বড় ভাই নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি ও বালুর ব্যবসার বিরোধের জেরে কুপিয়ে আবুল বাশার রুবেল নামে একজনের পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের হামলায় নিহত হয়েছেন আরেক ভাই আবু সালেহ।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ (৩৭) পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। নিহতের ভাই গুরুতর আহত আবুল বাশার রুবেলকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবু সালেহের বোন আফসানা মিমি বলেন, রাত আড়াইটার দিকে আমার চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম সুমন, মো. রুম্মানসহ তাদের সঙ্গে মো. নজরুল ইসলাম বাবুল চৌকিদার, মো. নান্না, মো. লিটন, মো. মিরাজ, মো. সবুজ, মো. মাসুম শরিফসহ অন্তত ১০/১৫ জন মিলে আমার ভাই আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার ডাক-চিৎকারে বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী মোসা. সোনালী আক্তার রুবেলের ঘরে গেলে তাদের কুপিয়ে পাশের একটি ডোবায় ফেলে রাখে।

নিহত আবু সালেহের স্ত্রী লাভনী আক্তার বলেন, আমরা ঘরে ঘুমে ছিলাম, রাতে আমার দেবর রুবেলের চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বের হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরও লোকজন রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। তারা আমার স্বামী আবু সালেহকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে।

তিনি আরও বলেন, তারা ঘরে থাকা এক লাখ টাকা ও দুই ভরি সোনা নিয়ে গেছে। আমরা ৯৯৯ ফোন দিলে ভান্ডারিয়ার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আমার স্বামী আবু সালেহ এবং দেবর আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে আমার স্বামী মারা যায়। দেবর আবুল বাশার রুবেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার বলেন, জমিজমা ও বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আমরা রাতেই তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আবু সালেহ এবং আবুল বাশার রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথে আবু সালেহ মারা যায়। এ ঘটনায় সুমনের স্ত্রী রেকছোন বেগমকে আটক করা হয়েছে। অন্য অপরাধীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ট্রাম্পের ভণ্ডামিতেই কি গাজার সংকট বাড়ল

নামাজ পড়ায় সাইকেলসহ নানা পুরস্কার পেল শিশু-কিশোররা

গুলশানে ডিশ ব্যবসায়ী সুমন হত্যায় গ্রেপ্তার ২

আন্তর্জাতিক মিলিটারি আর্চারি টুর্নামেন্টে তৃতীয় সশস্ত্র বাহিনী

প্রতারণার ফাঁদে ৩০ হাজার টাকা খোয়ালেন জবি শিক্ষার্থী

বেসরকারি ৯ বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিতদের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

‘বঙ্গবন্ধু এভিনিউ’সহ নানা স্থাপনার নাম পরিবর্তন

ঈদের আগে সুদের টাকার ঝগড়ায় শিশুর করুণ পরিণতি

ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার চায় জনগণ : খোকন

১০

স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্য প্রস্তুত রয়েছে : সেনাপ্রধান

১১

গণহত্যা ভয়ংকর ও বিপজ্জনক দৃষ্টান্ত : স্বপন

১২

ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : আমিনুল হক

১৩

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

১৪

হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৫

‘আমার পরিবারের পঞ্চাশ বছর আগেও ৫০টি গাড়ির ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল’

১৬

পঙ্গু হাসপাতালে ঈদ উপহার বিতরণ এ্যাবের

১৭

প্রতিবাদ চলবে, আঘাত কিংবা মৃত্যুর জন্য প্রস্তুত : হান্নান মাসুদ

১৮

ছোট হয়ে আসছে দেশের শ্রমবাজার, রপ্তানি কমেছে ৩০ শতাংশ

১৯

দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে : টুকু

২০
X