ময়মনসিংহ নগরীতে কাভার্ডভ্যানচাপায় বৃদ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন- আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদরের পাড়াইল গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিহত স্বামী-স্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই বাজারের মোড়ে সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী ট্রান্সপোর্ট অ্যাজেন্সির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এ দম্পতির মৃত্যু হয়। পরে স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকটি আটকে ভাঙচুর চালায়। কিন্তু চালক পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে দিলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে দুপুর পৌনে ৩টায় পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ধীরে ধীরে সড়কে আটকে থাকা গাড়িগুলো ছাড়তে শুরু করে।
কোতোয়োলি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, নিহত স্বামী-স্ত্রী ত্রিশালের দিকে এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু কাভার্ডভ্যানচাপায় তাদেরই মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক করা হচ্ছে। কাভার্ডভ্যানটিও আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন