পুলিশের ভ্যান থেকে লাফ দিয়ে ফেনসিডিলসহ আটক আসামি রাকিব হোসেন (২৮) নামের এক মাদক সম্রাট পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন মিলে পুলিশ ওই মাদক সম্রাটকে পিছু নিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারীতে ঘটনাটি ঘটে।
আটক রাকিব হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন এলাকার নরন্দী বড় বাড়ি গ্রামের শহীদুল্লাহের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্যগুদাম সংলগ্ন সিএনজি স্টেশন থেকে রাকিব হোসেন নামের এক মাদক সম্রাটকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ পুলিশ হাতেনাতে আটক করে। পরে আটক আসামিকে পুলিশের ভ্যানে করে নিয়ে রৌমারী থানায় যাওয়ার পথে মাদক সম্রাট রাকিব পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মিলে পুলিশ উপজেলার নটানপাড়া সাহেদ হোসেন সোনা মিয়ার চাতাল এলাকা থেকে পালিয়ে যাওয়া মাদক সম্রাটকে আটক করে।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান কালবেলাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব নামের এক মাদক সম্রাটকে আটক করা হয়। পরে থানায় নেওয়ার সময় পুলিশের ভ্যান থেকে মাদক সম্রাট রাকিব পালিয়ে গেলে পুলিশসহ স্থানীয়রা মিলে পিছু নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটক রাকিবের নামে দেশের বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন