খুলনা ব্যুরো ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৩:২৭ এএম
অনলাইন সংস্করণ

পানির অভাবে ২৪ ঘণ্টায়ও নেভেনি আগুন

সুন্দরবনের আগুন নেভানোর চেষ্টা করছের ফায়ার ফাইটাররা। ছবি : কালবেলা
সুন্দরবনের আগুন নেভানোর চেষ্টা করছের ফায়ার ফাইটাররা। ছবি : কালবেলা

নাশকতার আগুনে পুড়ছে সুন্দরবন। ২৪ ঘণ্টা পরও নেভানো যায়নি ধানসাগর টহল ফাঁড়ির তেইশেরছিলার বনের আগুন। অপেক্ষা করতে হয়েছে জোয়ারের। গত শনিবার আগুন লাগে পূর্ব সুন্দরবনের কলমতেজিতে। সেই আগুন নেভানো সম্ভব হলেও রোববার সকালে ধানসাগর টহল ফাঁড়ির শাপলারবিল তেইশেরছিলার বন জ্বলে ওঠে নতুন করে। এখানে আগুনের ব্যাপকতা বেশি। এদিন সকাল ১০টার দিকে নতুন করে জ্বলে ওঠা আগুন ধরা পড়ে বনরক্ষীদের ড্রোনে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস কালবেলাকে জানান, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তরে পুরোপুরি নেভেনি।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস কালবেলাকে বলেন, অগ্নিকাণ্ডের কাছাকাছি এলাকায় পানির কোনো উৎস নেই। এর তিন কিলোমিটার দূরে ভোলা নদীর অবস্থান। জোয়ার ছাড়া নদীতে পানি থাকে না। রোববার রাতে জোয়ারে ফায়ার সার্ভিসের সদস্য ও বনরক্ষীরা পাম্প মেশিনের সাহায্যে পানি দিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছেন; কিন্তু ভাটার কারণে পানি দেওয়া বন্ধ রাখা হয়।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবতাদ ই আলম কালবেলাকে বলেন, ভোলা নদীতে পানি না থাকায় তিন কিলোমিটার দূরের দুর্গম বনে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। পানির অভাবে আগুন নেভানোর কাজ বন্ধ রাখতে হচ্ছে। বনের প্রায় এক বর্গকিলোমিটার জায়গাজুড়ে আগুন জ্বলছে। বিভিন্ন স্থানে থেমে থেমে আগুন ও ধোঁয়া দেখা যায়। ফায়ার সার্ভিসের শরণখোলা, মোরেলগঞ্জ, বাগেরহাট, খুলনা, কচুয়া ও ফকিরহাট থেকে ছয় ইউনিটের অর্ধশত ফায়ার ফাইটার ধানসাগর স্টেশনের শাপলারবিলের তেইশেরছিলায় আগুন নেভানোর কাজ করছেন।

সুন্দরবন সংলগ্ন উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, ধানসগার, গুলিশাখালী, আমুরবুনিয়া গ্রামবাসী জানান, প্রায় প্রতি বছরই সাময়িক বিরতিতে নাশকতার আগুন জ্বলে ওঠে সুন্দরবনে। একটি চক্র খরার সময়ই প্রস্তুতি নেয় বর্ষা মৌসুমের জন্য। ওই মৌসুমে বিলে মাছ ধরার জন্য খরার সময় শুষ্ক বনে আগুন লাগিয়ে ছাই তৈরি করা হয়। বর্ষায় বিলে কৈ, মাগুর, শিং আগুনে পোড়া ছাই খেতে আসে। বর্ষায় ওই চক্রের লোকেরা বনরক্ষীদের ম্যানেজ করে অবৈধভাবে বিলে মাছ ধরে বাজারে বিক্রি করে। গোপন ও সুষ্ঠু তদন্ত হলে আগুনের চক্রের সদস্যদের নাম-পরিচয় জানা যাবে বলে জানান তারা।

সোমবার (২৪ মার্চ) বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. ইমরান আহমেদ সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তেইশেরছিলার আগুন অনেকটা নিভে গেছে। মাঝেমধ্যে কিছু ধোঁয়া দেখা যায়। সুন্দরবনের এই আগুন প্রাকৃতিকভাবে লাগেনি। আগুনের ঘটনায় এরই মধ্যে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে আরও সদস্য বাড়ানো হবে।

এভাবে প্রায় প্রতিবছরই আগুন লাগে সুন্দরবনে। স্থানীয়রা বলছেন, এবারের আগুনে ছাই হয়েছে প্রায় ৫ একর বনভূমি। আগুনের তীব্রতা নয়, আগুন মূলত ছড়িয়েছে পানি সংকটে। এ নিয়ে দুই দশকে ৩০ বারের বেশি আগুন লাগল বাংলাদেশের রক্ষাকবচ সুন্দরবনে। আর প্রতিবারই আগুন লেগেছে পূর্ব বন বিভাগে। আগুন লাগলেই হয় তদন্ত কমিটি; কিন্তু কোনো উদ্যোগই কাজে আসছে না সুন্দরবন রক্ষায়। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া, অসাধু বন কর্মকর্তা-মাছ ব্যবসায়ীদের দৌরাত্ম্য, আইনের ফাঁকফোকর, মৌয়ালদের অদক্ষতাসহ বিভিন্ন কারণে সুন্দরবনে বার বার আগুন লাগছে। এসব অগ্নিকাণ্ডে পুড়ছে বিস্তীর্ণ বনভূমি। এতে তিলে তিলে ধ্বংস হচ্ছে বাংলাদেশকে নানা দুর্যোগ থেকে রক্ষাকারী এই বন। দুই দশকে এসব আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০০ একর বনভূমি।

বন বিভাগের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, জেলে-মৌয়ালদের ফেলে আসা আগুন থেকে অগ্নিকাণ্ড হয়েছে অন্তত ১৫ বার। সম্ভাব্য কারণ হিসেবে দাবদাহের কথা উল্লেখ করা হয়েছে ৪ বার, মাছ ধরার জন্য ৪ বার, আক্রোশবশত অগ্নিসংযোগের সম্ভাবনার উল্লেখ রয়েছে ৪ বার। তবে স্থানীয় ও পরিবেশবাদীদের অভিযোগ, বন বিভাগের একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ইচ্ছাকৃতভাবে গহিন বনে আগুন ধরিয়ে দেয় অসাধু মাছ ব্যবসায়ীরা। পরে বর্ষা মৌসুমের প্লাবনে সহজেই মাছ ধরতে পারেন তারা।

সুন্দরবনের আগুন ‘মানবসৃষ্ট ও পরিকল্পিত’ উল্লেখ করে দীর্ঘদিন ধরে বন বিভাগ ও সরকারকে এ বিষয়ে আরও গুরুত্ব দিতে বলছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সংশ্লিষ্টরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূর আলম শেখ বলেন, সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল হলেও বিভিন্ন অঞ্চলে চোরা শিকারিসহ মানুষের অবাধ যাতায়াত রয়েছে। ২৪ বছরে সুন্দরবনে ৩০ বার আগুন লেগে শত একর বনভূমি ধ্বংস হয়েছে। মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তার যোগসাজশ এবং অদক্ষ মৌয়ালদের কারণে বারবার আগুন লাগছে। এর দায়ভার বন বিভাগ কোনোভাবেই এড়াতে পারে না।

বন বিভাগের তথ্যমতে, ২০০২ সালে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কটকায় একবার, একই রেঞ্জের নাংলী ও মান্দারবাড়িয়ায় দুবার, ২০০৫ সালে পচাকোড়ালিয়া, ঘুটাবাড়িয়ার সুতার খাল এলাকায় দুবার, ২০০৬ সালে তেরাবেকা, আমুরবুনিয়া, খুড়াবাড়িয়া, পচাকোড়ালিয়া ও ধানসাগর এলাকায় পাঁচবার, ২০০৭ সালে পচাকোড়ালিয়া, নাংলি ও ডুমুরিয়ায় তিনবার, ২০১০ সালে গুলিশাখালীতে একবার, ২০১১ সালে নাংলীতে দুবার, ২০১৪ সালে গুলিশাখালীতে একবার, ২০১৬ সালে নাংলী, পচাকোড়ালিয়া ও তুলাতলায় তিনবার, ২০১৭ সালে মাদ্রাসারছিলায় একবার, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় এবং ২০২১ সালের ৩ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায়, গত বছর ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। সর্বশেষ ঘটনাটি ঘটে গতকাল রোববার শাপলারবিল তেইশেরছিলার বনে। গত শনিবার সকালে কলমতেজী টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় আগুন লাগে।

শনিবারের আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস ও কলমতেজি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। সাত কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে আগুন লাগার কারণ অনুসন্ধান ও বনভূমির ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু নতুন ৮ জোড়া ট্রেন

নতুন আকৃতিতে পবিত্র ক্বাবা শরিফের মসজিদ, ভিডিও প্রকাশ…

বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় 

যেভাবে রাশিয়ার ক্ষমতায় এসেছিলেন ভ্লাদিমির পুতিন

ভুট্টাক্ষেতে বস্তাবন্দি লাশ উদ্ধার

হাসিনামুক্ত স্বাধীনতা রক্ষা করতে হবে : রাশেদ প্রধান 

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

যমুনা সুপার এক্সচেঞ্জ অফারের বিজয়ী পেলেন ১২৫ সিসি পেগাসাস বাইক!

অজ্ঞান অবস্থায় ৬ জনকে উদ্ধার, তাদের সঙ্গে যা ঘটেছিল

রাজশাহীতে স্বাধীনতা দিবস ৫৬০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

১০

দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

১১

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে আড়াই কোটি টাকার টোল আদায়

১২

১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা

১৩

জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের সঙ্গে তুলনা, ক্ষমা চাইলেন ঢাকার সিভিল সার্জন

১৪

প্রেক্ষাগৃহে আসছে ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’

১৫

বীর মুক্তিযোদ্ধোদের ত্যাগের কোনো বিনিময় হয় না : ঢাকা জেলা প্রশাসক

১৬

হিজাবে মোড়ানো আইফেল টাওয়ার!

১৭

যায়যায়দিন ডিক্লারেশন অবৈধ কেন নয় জানতে চান হাইকোর্ট

১৮

গণফোরাম নেতা সুব্রত চৌধুরীর শারীরিক খোঁজখবর নিলেন তারেক রহমান

১৯

৫৪ বছরেও স্বীকৃতি মেলেনি ১৩ শহীদ বীর মুক্তিযোদ্ধার

২০
X