বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে। দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে বিএনপির অঙ্গীকার।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ডেমরার হাজী নগরে একটি রেস্তরাঁয় ডেমরা থানা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আনিসুজ্জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক আলহাজ নবী উল্লাহ নবী।
এসময় ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না। বেগম জিয়া ক্ষমতার লোভ করলে আগেই বিদেশি প্রভুদের ম্যানেজ করে অথবা দেশের কোনো দলের সঙ্গে আলোচনা করে ক্ষমতায় থাকতে পারতো। বিএনপি সব সময় একটি জনমুখী দল। দীর্ঘ সতেরো বছর দেশের সাধারণ মানুষ তাদের নিজের ভোট দিতে না পেরে হতাশ হয়েছেন। এই মুহূর্তে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে খুব দ্রুত একটি স্বচ্ছ নির্বাচনের বিকল্প কিছু নেই। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে।
এ সময়ে বিশেষ অতিথি নবী উল্লাহ নবী বলেন, দেশের কোনো কর্মকাণ্ডে এ সরকারের নিয়ন্ত্রণ নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু কেউ আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে সাধারণ মানুষ আজ শঙ্কিত। ঢাকা-৫ তথা দেশের সাধারণ মানুষ মনে করেন একটি সুস্থ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের সব পরিস্থিতি পরিবর্তন করতে পারে। একটি নির্বাচিত সরকার হবে জনগণের সরকার যে সরকার দেশের জনগণের মনের ভাষা বুঝবেন।
এসময় উপস্থিত ছিলেন ৬৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, নজরুল ইসলাম সকাল, হাফিজ চেয়ারম্যান, আলমগীর মিয়াসহ বিএনপির থানা, ওয়ার্ড ও ইউনিটের সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।
মন্তব্য করুন