জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী জেলা শহর মাইজদীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় মাইজদী বড় মসজিদ মোড় থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত এক সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম। এসময় বনি ইয়ামিন, কাজী মাইনুদ্দীন তানভির, ইয়াছিন আরাফাত, আবু সুফিয়ান, মেহেদী হাসান সীমান্তসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং আওয়ামী লীগ স্টাইলে কেউ সন্ত্রাসের রাজনীতি করলে তার পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি। সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে গিয়ে শেষ হয়।
এসময় এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।
মন্তব্য করুন