নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি বন বিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার হাটদৌল এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তাদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন।
জানা যায়, স্থানীয়রা বাচ্চা দুটিকে উপজেলার হাটদৌল এলাকায় একটি ভূট্টা ক্ষেতে দেখতে পান। সেখান তারা বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশের নজরে আসলে বিবিসিএফ সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা প্রাণীগুলো উদ্ধার করে। দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিবিসিএফের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছি আমরা। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
বন বিড়াল সম্পর্কে বাংলাদেশ বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বন বিড়াল (Jungle cat) জংলি বিড়াল, খাগড়া বিড়াল বা জলাভূমির বিড়াল হিসেবে পরিচিত। মূলত গাছের কোটর, গুহা, জলাশয়ের ধারের ঝোপঝাড়, পুরনো ভাঙ্গা দালান-কোঠা ও গ্রামীণ বনে এরা বাস করে। এটি খুবই চালাক প্রকৃতির প্রাণী। মাটিতে যেমন দ্রুত দৌড়াতে পারে তেমনই গাছে ওঠা, বা সাঁতারেও খুব দক্ষ। নিশাচর এই প্রাণীটি খাবারের সন্ধানে এক রাতে ৩ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেয়। বন বিড়াল ছোট পাখি, খরগোশ, গিরগিটি, মাছ, ব্যাঙ ইত্যাদি ছাড়াও ইঁদুর, ও ধানক্ষেতের পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তবে এরা খাদ্যের অভাবে মাঝে মাঝে লোকালয়ে হানা দিয়ে কৃষকের হাঁস-মুরগিও খায়।
তিনি বলেন, ব্যাপক নিধন ও বাসস্থান ধ্বংসের কারণে বন বিড়াল বিপন্ন। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বনবিড়ালকে ‘ন্যূনতম বিপদগ্রস্থ’ বলে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের এক নম্বর তফসিল অনুযায়ী এই বন্যপ্রাণী সংরক্ষিত। তাই এটি হত্যা, শিকার বা এর কোনো ক্ষতিকরা শাস্তিযোগ্য অপরাধ।
বনবিড়াল উদ্ধার ও হস্তান্তরের সময় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা, বিবিসিএফের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী, মোস্তাফিজুর রহমান, আশুরা জান্নাত, রাশেদুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন