বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত করতে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রে লাভ নেই। চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে।
সোমবার (২৪ মার্চ) কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এ জন্য অবিলম্বে নির্বাচন প্রয়োজন। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একইসঙ্গে চলতে পারে। তাই কেবল সংস্কারের কথা বলে নির্বাচনকে অহেতুক বিলম্বিত করবেন না।
মন্তব্য করুন