বগুড়ার ধুনট উপজেলায় ফাঁকা ফসলের মাঠে ছাগল চরানোর সময় ধানক্ষেতে নিয়ে এক নববধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হিরোন সেখ নামে অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টায় আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হিরোন সেখ (২৫) উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের ইসমাইল সেখের ছেলে। এর আগে রোববার (২৩ মার্চ) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলারা এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীকে বিয়ে দেয় তার পরিবার। বিয়ের পর থেকে ওই নববধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল হিরোন সেখ। এ বিষয়টি হিরোনের অভিভাবককে জানালে নববধূর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে হিরোন।
গত বছরের ১৪ অক্টোবর দুপুরে ওই নববধূ বাড়ির অদূরে ফাঁকা মাঠে ছাগল চরানোর জন্য যায়। এ সময় নববধূকে একা পেয়ে ধানক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় হিরোন। তখন নববধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে হিরোন সেখ পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নববধূর বাবা বাদী হয়ে ১৮ অক্টোবর হিরোন সেখের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে হিরোন সেখ ঢাকায় পালিয়ে যায়।
ধুনট থানার ওসি সাইদুল আলম কালবেলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হিরোন ঘটনার সত্যতা স্বীকার করেছে। দ্রুত সময়ের মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
মন্তব্য করুন