কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দেশীয় পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে ভেড়ামারা থানায় অস্ত্রসহ আসামিদের হস্তান্তর করে সেনাবাহিনী।
গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি গ্রামে সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ভোর ৬টায় তারা ভেড়ামারা থানা পুলিশের হাতে রোকনুজ্জামান রোকন ও তার ছোট ভাই কাকনকে অস্ত্র-গুলিসহ হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি পিস্তল, পাঁচ রাউন্ড শর্ট গানের গুলি ও ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। রোকনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে রোকন ও তার ভাই কাকনকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (২২ মার্চ) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহাদুরপুরের আরকান্দিতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থিদের মধ্যে ব্যাপক গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে তিনটি ব্যক্তিগত গাড়ি পুড়ে যায় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্তব্য করুন