সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে মাদক ও চাঁদাবাজবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার (২৪ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেনকে আটকের অভিযান চালানো হয়। পরে তিনি পালিয়ে গেলে তার বাবা ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেনর বাবা কাজী রাইসুল হক ও একই এলাকার মহাদেব।
জানা গেছে, কাজী রাব্বি হোসেনের বিরুদ্ধে ইয়াবা, ফেনসিডিল কারবারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত এবং কালিগঞ্জে ইয়াবার খুচরা ও পাইকারি মাদকসেবীদের কাছে নিয়মিত ইয়াবা বিক্রি করে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার কালিগঞ্জ আর্মি ক্যাম্প মৌতলায় তার বাসায় অভিযান পরিচালনা করেন। পরে ইয়াবা কারবারি পালাতে সক্ষম হলেও তার বাবা কাজী রাইসুল হক এবং একজন খুচরা ক্রেতা মহাদেবকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে ইয়াবা কারবারি কাজী রাব্বির বাসা তল্লাশি করে ৫০ পিস ইয়াবা, ১৫টি ইয়াবা সেবন করার কলকি, ৫টি গ্যাসলাইট, ২টি সিরিঞ্জ, ১টি রামদা, ১টি ২৪ ইঞ্চি স্টিলের পাইপ, ৫টি মোবাইল এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মালামালসহ আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন