চট্টগ্রামে চান্দগাঁও আবাসিক এলাকায় জাফর আলী নামের এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা- বিষয়টি এখনো পরিষ্কার নয়।
মৃত জাফর আলী আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কদমতলী শাখায় সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।
তার পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
জাফরের বড় বোন জানান, শনিবার একটি নম্বর থেকে তার মোবাইলে ফোন করেন মৃতের স্ত্রী রোমানা ইসলাম। তিনি জানান, জাফর খুব অসুস্থ, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। আপনারা দ্রুত হাসপাতালে আসুন।
এ খবরে জাফরের পরিবার হাসপাতালে গিয়ে কাউকে পাননি। হাসপাতালের ওয়ার্ডে একপাশে স্ট্রেচারে জাফরের নিথর দেহ পড়েছিল। মরদেহের হাতে নখের আঁচড়, কানে জমাটবাঁধা রক্ত এবং মাথার পেছনে জখম ছিল।
এ বিষয়ে মামলা করেছে জাফরের পরিবার।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, এ ঘটনায় জাফরের ভাই তার স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেছেন। তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মামলার আসামি রোমানা ইসলাম নগরের কোতোয়ালি থানার জেলরোড এলাকার ফয়জুল ইসলামের কন্যা।
মন্তব্য করুন