অবৈধভাবে মাটি কাটা বন্ধে টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযান শুরু করেছেন ইউএনও এবিএম আরিফুল ইসলাম ও এসিল্যান্ড মো. মাসুদুর রহমান। শনিবার (২২ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এ সাঁড়াশি অভিযান চলে। সে সময় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয় মোবাইল কোর্ট।
জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ভ্যাকু মেশিন দিয়ে দিনরাত উপজেলার পাহাড়ি লাল এবং নদী তীরের মাটি কেটে তা ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল।
খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বাঁশতৈল, পলাশতলী, আজগানা, চানপুর, বেলতৈল, বাঁশতৈল সেবার মাঠসহ বেশ কিছু এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের রাজিব শিকদার, সরোয়ার হোসেন, হৃদয় হোসেন ও বেলতৈল এলাকার আহাদ হোসেন।
এ ব্যাপারে ইউএনও আরিফুল ইসলাম ও এসিল্যান্ড মাসুদুর রহমান জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে রাজিব শিকদারকে ৫ লাখ, সরোয়ার হোসেনকে ২ লাখ, হৃদয় হোসেনকে ১ লাখ এবং আহাদ হোসেনকে ২ লাখসহ মোট ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্য পয়েন্টগুলোয় কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন