শরীয়তপুরে শীর্ষ ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও গুণীজনদের সম্মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) পালং উত্তর বাজার ড্রিমল্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি মুহা. তারেক জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সদর মুফতি ফেরদৌস আহমেদ।
অনুষ্ঠানে জেলার শীর্ষ ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন