বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হাসিনাবিরোধী আন্দোলন একদিনে গড়ে ওঠেনি। ১৭ বছর ধরে বিএনপি এ আন্দোলন করে আসছে। আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী খুন-গুম হয়েছে, জেল-জুলুম খেটেছে। তাই যারা ভাবে একদিনে হাসিনাবিরোধী বিপ্লব গড়ে উঠেছে, তারা ভুলের স্বর্গে বাস করে। বিএনপিই একমাত্র দল যে দল বাংলাদেশের সব আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে।
রোববার (২৩ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ দাখিল মাদ্রাসা মাঠে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বিএনপি বিশেষ একটি দলের মতো বেহেশতের টিকিট বিক্রি করে না। তবে বিএনপি ইসলামের পক্ষের শক্তি। শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর সফল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বিএনপি।
ভোট নিয়ে ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের ধারণা ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে। এতেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই জাতীয় নির্বাচন দিন।
ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
এ সময় বক্তব্যে মীর শাহে আলম বলেন, কিছু ছাত্ররা দাবি করেন, শুধু তাদের আন্দোলনে হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। হাজার হাজার মানুষ গুম-খুনের শিকার হয়েছে। সর্বশেষ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির ৪২৬ জন নেতাকর্মী শহীদ হয়েছে। তাই বিএনপির অবদান যারা ইনিয়ে বিনিয়ে অস্বীকার করার চেষ্টা করেন, তারা জাতির শত্রু বলে বিবেচিত হবে। হাসিনা পতনের আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাবেক উপজেলা আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সহসভাপতি আফছার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনুল মেম্বার ও বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ।
উল্লেখ্য, ময়দানহাট্টা ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্র কমিটির নেতারাসহ হাজার হাজার সাধারণ জনতা ইফতার মাহফিলে অংশ নেয়। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য করুন