বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের দলের মধ্যেও মৌলবাদীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি মৌলবাদী কিংবা হাসিনার লোকজনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য না। প্রয়োজনে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার যুদ্ধ হবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।
রোববার (২৩ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিলের হালিমা দিঘিরপাড়ে চাটখিল উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক দল, কৃষকদল ও গরিব জনগণের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি, যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে মানুষ হত্যা করার জন্য। চাটখিলসহ বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা করা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে কী থাকবে না।
নির্বাচন প্রসঙ্গ এনে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলো পার্লামেন্ট নির্বাচন চায় না, তো আপনারা কী চান? আপনারা চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করবেন। এ সুযোগ বাংলাদেশের জনগণ দিবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য।
চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে চাটখিল উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন