মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করা হলো না মাদ্রাসাছাত্র সাব্বির ব্যাপারী (১৯)। বাড়ির সামনেই ডাম্প ট্রাক কেড়ে নেয় তার প্রাণ। এ সময় তার মা মিনি বেগম গুরুতর আহত হন।
রোববার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের ছলিলদিয়া নামক স্থানে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাদ্রাসার ছাত্র সাব্বির চান্দ্রা ইউনিয়নের ছলিলদিয়া গ্রামের শাহ আলম বেপারীর ছেলে। তিনি তারাইল আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
সাব্বিরের মা মিনি বেগম বিলাপ করে বলেন, ছেলে রোজা থাকা অবস্থায় তার ভালো লাগে না বলে সে ঘুমানোর কথা বলে। ঈদের কিছু কেনাকাটা করার জন্য আমার অনুরোধে সাব্বির আমাকে নিয়ে তার মোটরসাইকেলে রওনা দেয়। বাড়ি থেকে বের হলে মেইন সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে একটি মাটিবোঝাই ডাম্পট্রাক রংসাইড দিয়ে এসে আমাদের চাপা দেয়। এতে আমি ছিটকে পড়ে গুরুতর আহত হই এবং ছেলে সাব্বির মোটরসাইকেলসহ ডাম্প ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত সাব্বিরের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। পরে বিক্ষুব্ধ জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর মিয়া কালবেলাকে জানান, বেপরোয়া গতিতে ডাম্প ট্রাকটি রংসাইড দিয়ে এসে মোটরসাইকেলকে চাপা দেয়। মা ছিটকে গিয়ে আহত হয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু ছেলে সাব্বির হোসেন ঘটনাস্থলে মারা যান।
মন্তব্য করুন