চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের মানববন্ধন

ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন নারী ও শিশুরা। ছবি : কালবেলা
ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন নারী ও শিশুরা। ছবি : কালবেলা

ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রধান শিক্ষিকা আয়েশা পারভিন, মহানগরীর শূরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল। পবিত্র মাহে রমজানে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের ওপর বর্বরতম হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো হামলা অব্যাহত রয়েছে। এটি মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের এ হামলা বন্ধ করতে হবে। অতিদ্রুত গাজায় পানি বিদ্যুৎ, ইন্টারনেট সেবা, জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

মুসলিম উম্মাহর কাছে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের পণ্য বয়কট করি, তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করি। কোনো সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না। ইসরায়েলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে অসভ্য ও সন্ত্রাসী গোষ্ঠী। তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না, থাকতে পারে না।

তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গোপনে ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। অনতিবিলম্বে সেই নিষেধাজ্ঞা বর্তমান সরকারকে আবারও পুনর্বহাল করতে হবে।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের নেত্রীরা বলেন, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও বিবেকবোধ জাগ্রত করতে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্মীয় শিক্ষাব্যবস্থা। দেশে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। কোনো ধর্মই আছিয়ার মতো ঘটনার বিষয়কে অনুমোদন দেয় না। অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫৩ বছরেও ব্রিটিশদের কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বলবৎ রাখা হয়েছে। মানুষকে মানবিকতা শেখাবে এমন কোনো শিক্ষাব্যবস্থা এখনো প্রণয়ন করা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, নারী সমাজকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আছিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মহিলা জামায়াতের সাবেক সেক্রেটারি জোবেদা মোহসিন, অঞ্চল দায়িত্বশীল মেরিনা সুলতানা, অঞ্চল সহকারী রায়হান জামিলা, দক্ষিণ জেলা সেক্রেটারি গুলশান হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  / ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

৫ আগস্ট কবর হওয়া আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

এরদোয়ান আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন : তুর্কি তরুণী

মা হলেন আথিয়া শেঠি

পুলিশে আবারও বড় রদবদল

ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটার যানজট

রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন নিয়ে জবি শিবিরের ইফতার

তুরস্কে পাঁচ দিনের বিক্ষোভে আটক ১১৩৩

জবির বি ইউনিটের ফল প্রকাশ  / বিচারপতি হতে চান সর্বোচ্চ নম্বরধারী নুবাহ সিদ্দিকা 

১০

দেশে প্রথমবারের মতো তারকাদের নিয়ে 'টি-টোয়েন্টি টুর্নামেন্ট'

১১

ইসলামী ব্যাংকিং ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সম্পর্কিত: ঢাবি ভিসি

১২

মাঠে নামার আগে তামিমের সুস্থতার জন্য ক্রিকেটারদের দোয়া

১৩

ইসরায়েলি সেনাদের ওপর বনবিড়ালের আক্রমণ

১৪

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি ইরান

১৫

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

১৬

সাত বিশিষ্টজনকে ‘স্বাধীনতা পুরস্কার’ দিলেন প্রধান উপদেষ্টা

১৭

মনুমেন্টালে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ, অপেক্ষার প্রহর গুনছে ফুটবল বিশ্ব

১৮

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : প্রধান উপদেষ্টা

১৯

বাড়তে পারে তাপমাত্রা

২০
X