মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিজিএফ চাল নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

মনপুরা থানা। ছবি : সংগৃহীত
মনপুরা থানা। ছবি : সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

দলের নেতাকর্মী ও সমর্থকরা ভিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হন।

আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর সদস্য ওই ইউনিয়নের বাসিন্দা মো. নোমান, মো. মহিউদ্দিন, মো. মহিন, মো. রাশেদ, মো. আব্বাস, মো. কাউসারসহ মোট ৯ জনকে মনপুরা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিএনপির আহতরা হলেন- মো. মামুল, মো. এরশাদ, মো. আব্বাস, মো. সহিজল ও মো. মিল্লাদ।

জামায়াতে ইসলামী উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ান বলেন, গতকাল শনিবার থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে রোববারও চাল বিতরণ করা হয়। কিন্তু আমাদের কাউকে ডাকে নাই। তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসকের কাছে গেলে বিএনপির নোমান, মোশাররফ, সামছু ও ফিরোজসহ বিএনপি নেতাকর্মীরা তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মোশারফ দালাল বলেন, আমরা ঘটনা শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দীন কালবেলাকে বলেন, চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এসময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দেই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে তা জানি না। কিছুক্ষণ চাল দেওয়া বন্ধ রেখে আবার চাল দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

মনপুরা থানার এসআই মো. জুয়েল বলেন, পুলিশ এবং যৌথবাহিনীর উপস্থিতিতে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির কালবেলাকে বলেন, মনপুরায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। এসময় তাদের দলীয় সমর্থিতরা কার্ড না পাওয়া নিয়ে চরমোনাই পীর ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা এক হয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এতে হাতাহাতির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। তবে, এ ঘটনায় কোনো পক্ষ কোনো অভিযোগ করেননি।

বিষয়টি নিয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সেনাদের ওপর বন্য বিড়ালের আক্রমণ

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি ইরান

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সাত বিশিষ্টজনকে ‘স্বাধীনতা পুরস্কার’ দিলেন প্রধান উপদেষ্টা

মনুমেন্টালে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ, অপেক্ষার প্রহর গুনছে ফুটবল বিশ্ব

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : প্রধান উপদেষ্টা

বাড়তে পারে তাপমাত্রা

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্ন

শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতি

সুপার ক্লাসিকোর আগে রাফিনিয়ার মন্তব্যের জবাব দিলেন স্কালোনি

১০

আগুনে পুড়ল ঝুটের ৩ গুদাম

১১

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মৃত্যুর আগে আলজাজিরার সাংবাদিকের আবেগঘন বার্তা

১৩

ভিসির নাম-ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি

১৪

জয় চায় ‘শক্তিশালী’ বাংলাদেশ

১৫

ঈদ উপলক্ষে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ ও র‍্যাবের টহল বৃদ্ধিসহ ১৫ নির্দেশনা

১৬

তামিম ইকবালের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

১৭

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ছিনতাই আতঙ্ক

১৮

ইসরায়েলি হামলায় আলজাজিরারসহ ২ সাংবাদিক নিহত

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

২০
X