চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৩ মার্চ) সকালে হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি পিকআপভ্যান থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।।
গ্রেপ্তার দুজন হলেন- শওকত আকবর ও মো. বাদশা। তারা দুজনই রাঙামাটি জেলার বাসিন্দা। তাদের গ্রেপ্তারের পাশাপাশি সিগারেট বহনে নিয়োজিত পিকআপভ্যানটিও জব্দ করেছে ডিবি।
জানা গেছে, উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ভারত থেকে অবৈধভাবে এসব সিগারেট বাংলাদেশে আনা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল কালবেলাকে বলেন, সিগারেট উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেট ও জব্দ করা পিকআপভ্যানটি হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন