বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গরিব-অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এস এন তরুণ দে।
শনিবার (২২ মার্চ) উপজেলার চুন্টা ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে এই ইফতারসামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক এই কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নূর আলম মিয়া, চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম শামসুল আলম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া, সাবেক সদস্য সচিব শামছুল হক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আশিকুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ছালেক, যুবদল নেতা সালাউদ্দিন টুকু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবু জালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নান্নু মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, কৃষক দলের নোয়াগাঁও ইউনিয়নের আহ্বায়ক মোর্শেদ মৈশান, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মন্নর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, বিএনপি নেতা মহব্বত আলী, সাবেক ছাত্রদল নেতা পারভেজ আলমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
ইফতারসামগ্রী বিতরণ শেষে তরুণ দে বলেন, পর্যায়ক্রমে তার নির্বাচনী এলাকার (ব্রাহ্মণবাড়িয়া-২ : সরাইল ও আশুগঞ্জ) প্রতিটি ইউনিয়নে ইফতারসামগ্রী বিতরণ করা হবে।
মন্তব্য করুন