সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩২
খুলনা ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে আগুন লেগেছে আজ, নেভানো হবে কাল!

সুন্দরবনে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
সুন্দরবনে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

সুন্দরবনের কলমতেজী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকালে এ আগুন লাগে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও পানির উৎস দূরে থাকায় বিকেল ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারেননি। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে না পড়ে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

তবে আগামীকাল রোববার (২৩ মার্চ) আগুন নেভানোর কাজ শুরু হবে বলে কালবেলাকে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম।

এর আগে সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগ দুপুরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে এবং অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

স্থানীয়রা জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়াতে পানির উৎসের অভাবে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ-ই-আলম জানান, সুন্দরবনের ভোলা নদী থেকে ঘটনাস্থল প্রায় তিন কিলোমিটার দূরে। দুর্গম ও জটিল এলাকা হওয়ায় আমাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে আগামীকাল ভোর থেকে নতুন উদ্যমে অভিযান শুরু করব।

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, আশেপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, আতঙ্কের কোনো কারণ নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং ফায়ার লাইন কাটা হয়েছে। ঘটনাস্থল থেকে ভোলা নদী ৩ কিলোমিটার দূরে থাকায় ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে, আগামীকাল সকালেই ফায়ার সার্ভিস কাজ শুরু করতে পারবে।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদ কালবেলাকে বলেন, সুন্দরবন রেঞ্জের আশপাশের এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে এই শুষ্ক মৌসুমে কঠোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্কতা বাড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার 

নির্বাচন বানচাল করার পাঁয়তারা চলছে : জামাল হায়দার

প্রেমে ব্যর্থ হয়ে ‘পাগল’ হওয়া : বিজ্ঞান কী বলে?

বিএনপি নেতা কায়কোবাদের সঙ্গে তুর্কি এমপির সাক্ষাৎ

তালতলী প্রেসক্লাবের সভাপতি শাহাদৎ, সাধারণ সম্পাদক নাঈম 

সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় : নীরব

যশোরে বিএনপির দুই নেতা বহিষ্কার

‘গোল্ডেন ডোম’ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা : কীভাবে কাজ করবে?

ছাত্রদল নেতা হত্যা মামলায় প্রধান আসামি হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

‘নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে’

১০

‘রাজনীতি করে স্বাধীনভাবে কথা বলতে পারব না, এটা হতে পারে না’

১১

গোপালগঞ্জের মাটিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না : সেলিমুজ্জামান 

১২

পাবিপ্রবির সামনে যুবকের লাশ উদ্ধার

১৩

কূটনৈতিক মিত্রতা আরও দৃঢ় করতে একমত ইসলামাবাদ ও কাবুল

১৪

জুলাই হত্যার দায়ে আ.লীগের বিচার চাইলেন সাকি

১৫

আ.লীগের লুটপাটের রাজনীতি দেশকে অর্থনৈতিক সংকটে ফেলেছে : মিফতাহ্ সিদ্দিকী

১৬

অপরাধ নয়, এখন অবৈধ অভিবাসী ধরার লক্ষ্য মার্কিন পুলিশের

১৭

পানি দিবস উপলক্ষে খুলনায় গোলটেবিল আলোচনা

১৮

আইডিএবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

অনুপ্রবেশের সময় পাক-আফগান সীমান্তে গুলিতে নিহত ১৬

২০
X