সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩২
খুলনা ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ৫ নেতার নামে গণঅধিকারের মামলা

খুলনা সদর থানা। ছবি : সংগৃহীত
খুলনা সদর থানা। ছবি : সংগৃহীত

খুলনা নগরীর শান্তিধাম মোড়ের পঞ্চবীথি ক্লাব দখলমুক্ত করার সময় সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে খুলনা সদর থানায় মামলাটি করেন গণঅধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম।

মামলার আসামিরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী, নাজমুল হোসেন, মহররম মাহীম, শেখ রাফসান জানি ও রুমি রহমান। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নগরীর শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদপ্তরের সরকারি ভবনে ‘পঞ্চবীথি ক্রীড়াচক্র’ নামে একটি ক্লাব ছিল। গত ২৭ জানুয়ারি ভবনটি দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয়। এর নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে রাতেই রাশেদকে অব্যাহতি দেওয়া হয়।

এর পরও রাশেদুল ওই ভবনে বসেই দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন। সম্প্রতি সেখানে তাদের আরও কয়েকটি অঙ্গসংগঠনের সাইনবোর্ড ঝোলানো হয়।

এরপর ১৮ মার্চ সন্ধ্যার পর থেকেই ভবনটি দখলমুক্ত করার ঘোষণা দিয়ে ফেসবুকে বার্তা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা। রাত ৯টার দিকে তারা ভবন উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

গণঅধিকার পরিষদ নেতা শেখ রাশিদুল ইসলাম বলেন, ক্লাবের নামে ভবনটিতে জুয়া খেলা, মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অপকর্ম চলত। আমরা ভবনটি ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছি। এরই মধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্ররা বিনা উসকানিতে হামলা চালিয়ে আমাকেসহ দলের বেশকয়েকজন নেতাকর্মীকে মেরে রক্তাক্ত করেছে। ন্যায়বিচার পেতে আমি আইনের আশ্রয় নিয়েছি। তিনি বলেন, আমি নির্দোষ হওয়ায় কয়েকদিন পরে আমার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়।

তবে রাশিদুলের অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘গণঅধিকার পরিষদের নামে চাঁদাবাজ ও দখলদার একটি গোষ্ঠী ক্লাবটি অবৈধভাবে দখল করে রেখেছিল। ক্লাবটির দখল মুক্ত করে দিতে আমাদের ছেলেরা তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা হামলা চালায়। ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। ছাত্রদের ওপর হামলা চালাতে দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। পরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ সময় আমাদের বেশ কয়েকজনকে তারা মেরে আহত করেছে এবং উল্টো আমাদের নামে মামলা করেছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম কালবেলাকে বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর ক্লাবটি পুলিশ নিয়ন্ত্রণে রয়েছে। আহত একজন মামলা করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার 

নির্বাচন বানচাল করার পাঁয়তারা চলছে : জামাল হায়দার

প্রেমে ব্যর্থ হয়ে ‘পাগল’ হওয়া : বিজ্ঞান কী বলে?

বিএনপি নেতা কায়কোবাদের সঙ্গে তুর্কি এমপির সাক্ষাৎ

তালতলী প্রেসক্লাবের সভাপতি শাহাদৎ, সাধারণ সম্পাদক নাঈম 

সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় : নীরব

যশোরে বিএনপির দুই নেতা বহিষ্কার

‘গোল্ডেন ডোম’ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা : কীভাবে কাজ করবে?

ছাত্রদল নেতা হত্যা মামলায় প্রধান আসামি হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

‘নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে’

১০

‘রাজনীতি করে স্বাধীনভাবে কথা বলতে পারব না, এটা হতে পারে না’

১১

গোপালগঞ্জের মাটিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না : সেলিমুজ্জামান 

১২

পাবিপ্রবির সামনে যুবকের লাশ উদ্ধার

১৩

কূটনৈতিক মিত্রতা আরও দৃঢ় করতে একমত ইসলামাবাদ ও কাবুল

১৪

জুলাই হত্যার দায়ে আ.লীগের বিচার চাইলেন সাকি

১৫

আ.লীগের লুটপাটের রাজনীতি দেশকে অর্থনৈতিক সংকটে ফেলেছে : মিফতাহ্ সিদ্দিকী

১৬

অপরাধ নয়, এখন অবৈধ অভিবাসী ধরার লক্ষ্য মার্কিন পুলিশের

১৭

পানি দিবস উপলক্ষে খুলনায় গোলটেবিল আলোচনা

১৮

আইডিএবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

অনুপ্রবেশের সময় পাক-আফগান সীমান্তে গুলিতে নিহত ১৬

২০
X