পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি ক্যাম্প সংলগ্ন এলাকায় লাগা আগুন তিন একর জায়গায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের চারপাশে কাটা হয়েছে ফায়ার লাইন।
লোকালয় থেকে দূরে ও দুর্গম বন এলাকায় আগুন লাগায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
বন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, এমনিতেই রাত হয়ে গেছে, পথে শুনলাম চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। শুনলাম বনের তিন একর জায়গাজুড়ে আগুন জ্বলছে।
এর আগে শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ।
বন বিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে।
মন্তব্য করুন