বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না। দেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন ও স্বনির্ভর।
শনিবার (২২ মার্চ) বিকেলে কেরানীগঞ্জের মধ্যের চর এলাকায় মরহুম ইব্রাহিম বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর ভারতের দাসত্ব করে আমাদের পররাষ্ট্রনীতিকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। আমরা আর ভারতের গোলামি করব না। দেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন ও স্বনির্ভর।
কেরানীগঞ্জের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে বুড়িগঙ্গার ওপর দিয়ে খোলামোড়া- কামরাঙ্গীরচর সেতু নির্মাণ করা হবে। কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ হবে স্বনির্ভর ও সমৃদ্ধ।
দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একত্রে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম বেপারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সজীব বেপারী। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি হাজী শামীম আহসান, ঢাকা জেলা দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যুবদল নেতা মাসুদ রানা, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সোহেল, জমিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন