মানিকগঞ্জে পৃথক স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে সদর উপজেলার রানাদিয়া, পশ্চিম শানবান্দা ও কাটিগ্রাম এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান-উল্লাহ।
নিহতরা হলো- সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের রফিক মিয়ার মেয়ে তনিমা আক্তার (১৫), সাটুরিয়ার বারুন্ডি-কান্দাপাড়া এলাকার ওহেদ আলির মেয়ে আফসানা আক্তার (১৭)।
এ ছাড়া পশ্চিম শানবান্দা গ্রামের কালীগঙ্গা নদী থেকে স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী তনিমা আক্তার পারিবারিক কলেহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে পরিবারকে না জানিয়ে রেজাউল নামের এক ব্যক্তিকে প্রায় সাত মাস আগে বিয়ে করে আফসানা। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকার সাভারে থাকত সে। দুদিন আগে হঠাৎ আফসানা কাটিগ্রামে নানার বাড়ি আসে। রাতে স্বামীর সঙ্গে মোবাইলে কথাকাটাকাটি করে ঘুমাতে যায়। সকালে তার নানা তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান-উল্লা কালবেলাকে বলেন, তিন নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন