রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক শ্যালক পলাতক রয়েছে।
শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া কালুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন (৪০) নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত শ্যালকের নাম মিন্টু (৩৫)।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোন্তাকিম জানান, রুহুল আমিনের শ্বশুরের জমির মাপজোখের পরে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দ্বন্দ্বের একপর্যায়ে শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলে রুহুল আমিন মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পরপরই শ্যালক মিন্টু পালিয়ে গেছে। রুহুল আমিনের মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর ঘাতক মিন্টুকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন