টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, জীবিত উদ্ধার ২৫

ডুবে যাওয়া নৌকা থেকে রোহিঙ্গাদের উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা
ডুবে যাওয়া নৌকা থেকে রোহিঙ্গাদের উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের অদূরবর্তী গভীর সমুদ্র পাড়ি দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় আরও বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে এখন পর্যন্ত শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে বিজিবির উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় টেকনাফ শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত বিজিবির এক সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি বিজিবির এই কর্মকর্তা।

এ বিষয়ে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি।

স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকায় সাগরে ভাসতে দেখেন বিজিবির এক সদস্য। ওই নৌকাতে ওঠেন বিজিবির নিখোঁজ সদস্য। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকায় শাকের মাঝির নেতৃত্বে মাঝিমাল্লারা রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিল বলে জানিয়েছেন উদ্ধার হওয়া রোহিঙ্গারা।

নৌকার মালিক মো. আমিন বলেন, মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চলছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের পাহারাদার আবদুল মান্নান জানান, শনিবার মধ্যরাতে রোহিঙ্গাবাহী নৌকা কূল ঘেঁষে যাওয়ার সময় টহলরত বিজিবির সদস্যরা দেখতে পান। তখন ঘাট থেকে একটি নৌকা নিয়ে তাদের আটকে দেয়। তারপর কীভাবে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবে যায় সেটা জানি না। তবে এ ঘটনায় ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ ৪০ জনের মতো রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজতে ঘাটের একাধিক নৌকায় সাগরে তল্লাশি চালাচ্ছেন জেলেরা।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, গভীর রাতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া বরাবর রোহিঙ্গা বহনকারী একটি নৌকা অনুপ্রবেশের সময় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। এ ঘটনায় অন্য নৌকায় উদ্ধার করতে যাওয়া বিজিবির এক সদস্যও নিখোঁজ থাকার খবর জেলেরা জানান। এছাড়া বেশ কয়েকজন রোহিঙ্গাও উদ্ধার করা হয়েছে বলে জেনেছি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্টে সেদিন কী ঘটেছিল, স্ট্যাটাসে জানালেন সারজিস

‘এত অতিকথন ভালো নয়’, হাসনাতকে জিল্লুর রহমান

৬ বছরের শিশুকে নিপীড়ন, যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা জাকি, দেশসেরা ইরশাদুল

স্ত্রী-সন্তানের লাশ বিছানায়, স্বামী ঝুলছিলেন রশিতে 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা নিয়ে মুখ খুললেন সাকিব

৫ মাস পর পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলল ভারত

জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলেন ৬ ভাই, শহীদ হলেন রাসেল

এবার ঢাকার সড়কে বসছে ‘রিকশা ট্র্যাপার’

সৌদিতে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

১০

প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের নজর যেসব বিষয়ে

১১

ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

১২

‘বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না’

১৩

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

১৪

আ.লীগ নেতাকে অপহরণ করে কোটি টাকা দাবি বিএনপি নেতার

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে কোপালেন স্ত্রী

১৬

বায়ুদূষণের শীর্ষে লাহোর, কী অবস্থা ঢাকার

১৭

টাঙ্গাইলে ভিক্ষুককে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

১৮

সৌদির মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখান করল বুর্কিনা ফাসো

১৯

এখনো পুড়ছে সুন্দরবন 

২০
X