কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝাই ট্রাক-মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আরমান আলী (২৫)। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে সজীব আহম্মেদ (২৫)। তিনি দিশা এনজিও কর্মী হিসাবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকটি সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪ জন আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিন জনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
তিনি জানান, আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী ও রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মন্তব্য করুন