বরগুনায় কিশোরী ধর্ষণ ও তার বাবা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। অন্যথায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাশ, ফ্রন্টের সাধারণ সম্পাদক সমির চন্দ্র, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয়সহ নেতারা। তারা পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাশ বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি। তার (তারেক রহমান) পক্ষ থেকে কিছু পোশাক, খাবার ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
প্রশাসনের উদ্দেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয় বলেন, অতি দ্রুত আসামি ধরুন, শাস্তির ব্যবস্থা করুন। এ সময় দেশের সব ধর্ষণের ঘটনার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ওই কিশোরী ধর্ষণের অভিযোগে বরগুনা থানায় মামলা করার ছয় দিন পর গত ১১ মার্চ রাতে বসতঘরের পেছন থেকে তার বাবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন