জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সভাপতি জাফর ওসমান হিরোকে দলের সভাপতি পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিসাস বগুড়া জেলা কমিটির সভাপতি জাফর ওসমান হিরো আওয়ামী ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তাকে দলের সভাপতি পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। চলমান কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন আপেলকে বগুড়া জেলা জিসাসের বর্তমান সভাপতি করে দায়িত্ব প্রদান করা হলো।
জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভা কালবেলাকে জানান, বগুড়া কমিটির সভাপতি জাফর ওসমান হিরোকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল; কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও ছবি দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে আপাতত জেলা শাখার সভাপতি পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হিরো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন; জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তার স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতে পারলে তাকে আবারও সভাপতি পদে পুনর্বহাল করা হবে। আপাতত সহসভাপতি আনোয়ার হোসেন আপেলকে বগুড়া জেলা জিসাসের বর্তমান সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন