আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এছাড়া আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের রুখে দিতে দেশের ছাত্র-জনতাকে আহ্বান জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জুলাইতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ হাজারো মায়ের বুক খালি করেছে। ১৮ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন। আর কত অপরাধ করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। বাংলাদেশের ভাগ্য রাজপথ থেকে নির্ধারিত হবে।
জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার নানা রকম ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা কাজ করছে তাদের রাজপথে রুখে দেওয়া হবে। প্রয়োজনে এ দেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মতো আরও একবার রাজপথে নামবে। জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
বিক্ষোভ সমাবেশ আরও বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল, মহানগর কমিটির সদস্য সচিব রহমত আলী, যুগ্ম আহ্বায়ক মোতাওয়াকিল বিল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন