বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১৮১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনটির ১৮১ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গত ৪ আগস্ট বগুড়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা চালিয়ে মারধর, পেট্রলবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ গুলি ছুড়ে আহত করে হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়।

গত ১৬ মার্চ রাতে বগুড়া সদর থানায় এই মামলা করেন বগুড়ার গাবতলী উপজেলার দোয়ারপাড়ার ইউসুফের ছেলে জাকিরুল ইসলাম। ওইদিন মামলা হলেও পুলিশ বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মীসহ ১৮১ জনের নাম উল্লেখ করে বগুড়ার সদর থানায় এই মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২শ থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আরও আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল আলম মোহন, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম রাজ, শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, জেলা ছাত্রলীগ সভাপতি সজিব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, অসীম কুমার, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, আল রাজি জুয়েল, আবু জাফর, বিউটি বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, রেজ্জাকুল ইসলাম রিজু, হোসাইন শরিফ সঞ্চয়, এসএম রুপম, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, এনামুল হক রানা, নয়ন অধিকারী, নুরুজাজামান, রোমেনা আজিজ রিংকি, শাহজাহান চৌধুরী, এডোনিস বাবু তালুকদার, আনোয়ার হোসেন রানা, রাজু মণ্ডল, আব্দুল লতিফ পশারী ববি, মৌসুমী আক্তার ভাবনা, শামীমা আক্তার সুমি, ছালেকুর রহমান, কামরুল মোর্শেদ আপেল, সাজু আহমেদসহ ১৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে দেশব্যাপী বৈষম্যবিরোধী শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা ও এজাহারকারী জাকিরুলসহ অন্য মিছিকারীরা মিছিল নিয়ে সাতমাথায় যাওয়ার সময় মিছিলটি বগুড়া শহরের জলেশ্বরীতলায় ইয়াকুবিয়া স্কুলের মোড়ে পৌঁছলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আসামিরা মিছিলের ওপর হামলা চালায়। এসময় আসামিরা মিছিলকারীদের হত্যার উদ্দেশ্যে মারধর, পেট্রলবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ গুলি ছোড়ে। ছররা গুলিতে এজাহারকারী জাকিরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাগে ও মিছিলকারীরা আহত হন। আহত জাকিরুল স্থানীয় ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা শেষে ওই আসামিদের বিরুদ্ধে গত ১৬ মার্চ বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করলে থানায় এই মামলা রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত করতেই ৩১ দফা : তারেক রহমান

মির্জাপুরে মাটিখেকোদের বিরুদ্ধে যৌথ অ্যাকশন

সুদানে সহিংসতা : আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪৮

মধ্যপ্রাচ্যে সংঘাতের মাঝেও যুক্তরাষ্ট্রে অর্থ ঢালবে আরবের এক দেশ

গণহত্যা চালিয়ে আ.লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে : খেলাফত মজলিস

সুরমা থেকে অবৈধ বালু উত্তোলন, আটক ২১

ইসরায়েলে অবস্থান করা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

গাজায় নিহত ৫০ হাজার ছাড়াল, ১৭ হাজারই শিশু

নরসিংদী জেলা প্রশাসনের বাজার মনিটরিং

সাংবাদিকদের সত্য উদ্ঘাটনে নির্ভীক হতে হবে : কাদের গনি চৌধুরী

১০

মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আন্দোলন করিনি : খোকন

১১

আফগান নেতাদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

১২

শরীয়তপুরে বিশিষ্টজনদের সম্মানে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল

১৩

ইতিকাফ অবস্থায় শিক্ষকের মৃত্যু

১৪

দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৫

আগামী ১০ বছর জাতীয় ঐক্য ধরে রাখতে হবে : ভিপি নুর

১৬

পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাজধানীর বড় ঈদের জামাত : আসিফ মাহমুদ

১৭

সুলতানি-মোঘল আমলের মতো ঈদ মিছিল হবে ঢাকায় : আসিফ মাহমুদ

১৮

হাসিনাবিরোধী আন্দোলন একদিনে গড়ে ওঠেনি : চন্দন

১৯

খুলনা সদর থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০
X