ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে যশোরের কেশবপুরে গণমিছিল করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কেশবপুরের তৌহিদী জনতার উদ্যোগে ওই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কেশবপুর শহরের পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছি। এই বর্বরতা দেখে যারা চুপ রয়েছে, আমরা এখান থেকে তাদের নিন্দা এবং ধিক্কার জানায়। আমরা ফিলিস্তিনের পক্ষে রয়েছি।
পাবলিক ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা জামায়াত ইসলামীর মানব ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ অধ্যাপক তাজাম্মুল ইসলাম দিপু, উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশফি চৌধুরী অরিন প্রমুখ।
মন্তব্য করুন