দিনাজপুরের পার্বতীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাল নিতে গিয়ে ৯০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত নতুন অটোচার্জার ভ্যান খোয়ালেন সাবিকুল ইসলাম (৪২) নামে হতদরিদ্র ভ্যানচালক। গত ১৫ দিন আগে স্থানীয় এক এনজিও থেকে কিস্তি নিয়ে ভ্যানটি কিনেছিলেন তিনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মন্মথপুর ইউনিয়ন পরিষদ চাকলাবাজার হোটেলের সামনে ভ্যান রেখে ভিজিএফের কার্ড নিতে গেলে এ চুরির ঘটনা ঘটে।
ঈদকে সামনে রেখে ভ্যানটি চুরি হওয়ায় পরিবার-পরিজন নিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি।
সাবিকুল ইসলাম বলেন, চাকলাবাজার হোটেলের সামনে অটোচার্জার ভ্যানে রেখে ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড নিতে যাই। কার্ড নিয়ে ফিরে দেখি অটোচার্জার ভ্যানটি চুরি হয়ে গেছে। বিষয়টি মন্মথপুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াদুদ আলী শাহকে জানিয়েছি।
২নং মন্মথপুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াদুদ আলী শাহ কালবেলাকে বলেন, ভ্যান খোয়ার বিষয়টি শুনেছি।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম কালবেলাকে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন