কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইফতারের সময় বিরিয়ানি খেয়ে শিশুসহ একই পরিবারের সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।
শুক্রবার (২১ মার্চ) সকালে অসুস্থ হওয়া রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।
এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে আনা রোগীরা হলেন- মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী মোর্শেদা বেগম (৭০), মো. বিজয়ের স্ত্রী লিজা আক্তার (২০), উজ্জ্বল মিয়ার স্ত্রী আঁখি আক্তার (৩৫), ছেলে আশিক (১০), আব্দুল্লাহ (৬), রাসেল মিয়ার মেয়ে সাদিয়া (৯) ও শাহীন আলমের স্ত্রী খাদিজা আক্তার (১৮)।
অসুস্থ লিজা আক্তার জানান, ইফতারের সময় তাদের ঘরে তৈরি করা বিরিয়ানি খাওয়ার পর তারা ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে আজ (শুক্রবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তারা। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। বাকি দুজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. অরূপ সিংহ বলেন, ইফতার খাওয়ার পর একই পরিবারের সাত সদস্য অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়েছেন। বেশি অসুস্থ হয়ে পড়া রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে যাদের শারীরিক অবস্থা ততটা খারাপ নয় তাদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
মন্তব্য করুন