নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিল্মি স্টাইলে কবির হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ব্যবসায়ীর একই পরিবারের ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ব্যবসায়ী কবির হোসেন, তার পরিবারের রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেন।
ডাকাতির শিকার ভুক্তভোগীরা জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা আলমারির চাবি না দেওয়ায় কবির হোসেন ও তার পরিবারের সদস্য রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙে ৬ ভরি সোনা ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে কবির হোসেন বাড়ির আশপাশের লোক টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। আহত কবির হোসেন ও তার পরিবারের সদস্যের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, জরুরি ফোন ৯৯৯-এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ডাকাতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কবির হোসেন বাদী হয়ে একটি অভিযোগ করেন।
মন্তব্য করুন