নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কোনো অনুপ্রবেশকারীকে সুযোগ দেওয়া যাবে না : মুন্না

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগের কোনো অনুপ্রবেশকারীকে কোনো অবস্থাতে সুযোগ দেওয়া যাবে না। আমার দলের কেউ যদি তাদের সুযোগ দেয়, তাকে শাস্তির আওতায় আনা হবে। এটার কোনো ক্ষমা নেই। কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায়, তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আড়াইহাজার পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।

বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্যায় করে পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের পরিস্থিতি এমন থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে কেউ অন্যায় করে পার পাবে না। তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আমি গ্যারন্টি দিয়ে বলতে চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না।

জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এখন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আমরা না। তাহলে বুঝতে হবে আমরা নির্বাচন কেন চাচ্ছি। মানুষের অধিকার আদায়ের জন্য। কারণ যখন কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তখন জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকে। তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। আওয়ামী লীগ বিগত সময়ে ভোটবিহীন তিনটি নির্বাচন করেছে। রাতে ভোট করেছে। ডামি ভোট করেছে। আর দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। আমরা ক্ষমতায় এলে এসব চলবে না।

নারায়ণগঞ্জে ওসমান পরিবারের অত্যাচারের কথা উল্লেখ করে মুন্না বলেন, এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যে অত্যাচার করেছে বিএনপি ক্ষমতায় এলে কেউ এরূপ করতে পারবে না। আমরা অবিলম্বে নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে দাবি জানাই, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সহযোগী ও সন্ত্রাসী ক্যাডার বাহিনী যারা এখনো নারায়ণগঞ্জে অবস্থান করছে, তাদের আইনের আওতায় আনতে হবে।

জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। তারেক রহমান আমাদের মানবিক হতে বলছেন। তিনি ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কার দিয়েছেন। সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি। গতানুগতিক রাজনীতির বাইরে আমরা মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই। বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান মানুষের কল্যাণে রাজনীতি করতে চাইছেন। দেশের যে প্রান্তে কোনো সমস্যা হচ্ছে, দুর্ঘটনা ঘটছে সেখানেই তিনি যোগাযোগ করছেন ও তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আজকে ওনার পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাওর চাল, চিনি, সেমাই, তেল, লবণ, পেঁয়াজ ও দুধ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা স্বাধীন গ্রেপ্তার

২৫ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

২৫ মার্চ : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে জামায়াত : সেলিম উদ্দিন

আ.লীগ ও বিএনপি নেতার কারসাজিতে চাল পায়নি কয়েক গ্রামের মানুষ

ফেনী সীমান্তে এক মাসে ৪০ গরু জব্দ

ঈদ ও বৈশাখ উপলক্ষে ব্যস্ত মানিকগঞ্জের তাঁতিরা

রাজশাহীর সিল্ক পাড়ায় উৎসবের আমেজ

খুলনায় নুরের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ফের বেতন-বোনাসের দাবিতে সড়কে শ্রমিকরা

১০

৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

১১

ছাত্রলীগের কর্মী এখন রামেক ছাত্রদল সভাপতি

১২

১০ ফেরাউন এক হলেও হাসিনার মতো হতে পারবে না : হাসনাত

১৩

বিয়ের জন্য চাপ দেওয়ায় জোৎস্নাকে হত্যা করেন নয়ন

১৪

ফেরির যুগে প্রবেশ করল সন্দ্বীপ

১৫

পানির অভাবে ২৪ ঘণ্টায়ও নেভেনি আগুন

১৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৭

ক্ষমতা নয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন : ইশরাক

১৮

ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

জুলাই গণহত্যার বিচার কার্যক্রমের গতি বাড়াতে হতে হবে : আবু হানিফ

২০
X