সুনামগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৪০০ হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ছাড়া আরও শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৯ মার্চ) হালীর হাওরের বেহেলী ইউনিয়নের বদরপুরের ঘনিয়া বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামার মালিক আমির হোসেন একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে জামালগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, বদরপুর গ্রামের খামারি আমির হোসেন শখের বশে হাঁসের খামার করেন। কিন্তু পূর্বশত্রুতার জেরে রেজাউল মিয়া নামে একজন খামারটির প্রায় ৫০০ হাঁসের খাবারে বিষ মিশিয়ে রাখে। এতে কমপক্ষে ৪০০ হাঁস মারা যায়। অভিযুক্ত রেজাউলের বাড়ি পার্শ্ববর্তী রাজাপুর গুচ্ছগ্রামে।
আমির হোসেন জানান, প্রায় ১০ লাখ টাকা খরচ করে ১ হাজার হাঁস দিয়ে খামার শুরু করেন। তাদের বাড়ির পাশের হালীর হাওরে চরাতে নেন। গত বুধবার সকালে হাঁসগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে হাওরের ঘনিয়ার বিলে (হাঁস চরানোর জন্য ভাড়া করা) নিয়ে যান। কিন্তু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হাঁসগুলো ঝিমোতে শুরু করে। একপর্যায়ে সেগুলোকে খামারে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে বিষযুক্ত খাবার খাওয়ায় একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে ৪০০ হাঁস। শতাধিক হাঁস ছটফট করতে থাকে।
খামারি আক্ষেপ করে বলেন, কয়েকদিন ধরে ডিম পাড়া শুরু করেছিল। কিন্তু পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হাঁসগুলোকে মারার উদ্দেশ্যে বিলে বিষ প্রয়োগ করে রেজাউল মিয়া। সে আমার কয়েক লাখ টাকার ক্ষতি করেছে। দুই বছর আগে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছিল।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে জানান, খামার মালিক একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন