কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৭) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার সাদুল্লাহর চর ধোবাগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শামছুল হকের ছেলে।
জানা যায়, জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামীণ ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বিকেলে বাড়ি যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে রওনা হোন। পথিমধ্যে ধোবাগাতি এলাকায় পৌঁছালে ময়মনসিংহের নান্দাইলের দিক থেকে আসা গরু বোঝায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পিকআপের নিচে চলে গেলে গাড়ির চাপায় ঘটনাস্থলে নিহত হোন জাহাঙ্গীর আলম। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাআপটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক জানান, মোটরসাইকেল আরোহী কিশোরগঞ্জ থেকে আসার সময় ধোবাগাতি এলাকায় পৌঁছালে গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাইক চালক নিহত হয়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পরপরই পিকআপের ড্রাইভার পালিয়ে যায়। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন