নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ-বিএনপির টেঁটাযুদ্ধে নিহত ২

হাসপাতালের বারান্দায় মরদেহ। ছবি : কালবেলা
হাসপাতালের বারান্দায় মরদেহ। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমনকি দুপক্ষই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকাছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা। সবশেষ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান। এতে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন। পরে দুপক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

রায়পুরা থানার ওসি আদিল মাহামুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়া এবং তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় দুই জন নিহত হয়েছে বলে শুনেছি, তবে আমরা আমিন নামে একজনের লাশ পেয়েছি। অন্য জনের লাশ পাইনি বলে দুইজন নিহত হয়েছে বলে বলা যাচ্ছে না।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অফিশিয়ালি দুজন নিহতের খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাল লুটের ঘটনায় বিএনপির ৪ নেতার বিরুদ্ধে মামলা

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম 

গোল মিসের মহড়ায় ২২ বছরের অপেক্ষা ঘুচলো না

সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন চায় গণসংহতি আন্দোলন

দ্রুত রোডম্যাপ ঘোষণা করে জনগণকে নির্বাচনমুখী করতে হবে : টুকু

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তামিমকে

কর্মচারীদের ঈদ উপহার দিবে জবি শিবির

শেখ হাসিনা এখনো প্রতিহিংসা-প্রতিশোধে ভুগছেন : রিজভী

বিশ্লেষণ / চীনা সহযোগিতায় সামরিক শক্তি অর্জনের দুয়ার খুলছে বাংলাদেশের সামনে

শৃঙ্খলা ভঙ্গ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি 

১০

বিপ্লব পরবর্তী বাংলাদেশে মামলাবাজি বরদাস্ত করা হবে না : গণঅধিকার পরিষদ

১১

সব সংকট থেকে দেশকে উদ্ধার করেছে বিএনপি : মির্জা ফখরুল

১২

জবি কেন্দ্রীয় মসজিদে দুই শিবির নেতার ইতিকাফ  

১৩

তাসনিম জারার চিঠির জবাব দিলেন সারজিস

১৪

মিডিয়া সেলের সদস্যদের নিয়ে এবি পার্টির ইফতার 

১৫

দুলাভাইকে কুপিয়ে হত্যার ৩ দিন পর শ্যালক গ্রেপ্তার

১৬

পল্লবীতে আবাসিক ভবনের আগুনে বৃদ্ধার মৃত্যু

১৭

১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা : শ্রম উপদেষ্টা

১৮

দুই ফ্রিল্যান্সারকে অপহরণ, ডিবি পুলিশসহ গ্রেপ্তার ৭

১৯

কাল গেলেন শতাধিক গাড়ি নিয়ে, আজ ভ্যানে

২০
X